বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরসূরি বেছে নেবেন দেশটির জনগণ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার এই নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন। এই নির্বাচনে দেশটির ১৭ হাজার দ্বীপজুড়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষ ভোট দেবেন। এবারের ভোটে প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন সংসদ সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচন করবেন দেশটির ভোটাররা। এসব পদে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জোকো উইদোদোর স্থলাভিষক্ত হতে প্রেসিডেন্ট পদে লড়াই করছেন সাবেক জেনারেল সুবিয়ান্তো, জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও। তবে এই তিন প্রার্থীর মধ্যে জনমত জরিপে ৭২ বছর বয়সী সুবিয়ান্তো এগিয়ে রয়েছেন।

আরো পড়ুন: সরকার গঠনের ঘোষণা, শেহবাজকে প্রধানমন্ত্রী করতে চান নওয়াজ 

দুটি সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, জেনারেল সুবিয়ান্তো এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন। তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পাবেন। তিনি মোট ভোটের প্রায় ৫২ শতাংশ পেতে পারেন। ফলে দ্বিতীয় দফায় আর ভোটের আয়োজন করতে হবে না।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। এছাড়া তাকে দেশের ৩৮টি প্রদেশে অর্ধেকের বেশি এলাকায় পাঁচ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এমনটা না হলে নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হবে।

সূত্র: বিবিসি 

এইচআ/ 

প্রেসিডেন্ট নির্বাচন ইন্দোনেশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন