মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি মধ্যপ্রাচ্য সফরকালে তিনটি দেশে যাবেন বলে জানা যায়। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

এদিকে চলতি বছরের ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর। কেননা, এর আগে আগামী শনিবার (২৬শে এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার। আর তাই সেটিই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন, ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ই মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি লেভিট।

তবে এর আগে গত ২৫শে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে আমেরিকার প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেন হয়ে থাকে।

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন