বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ইতিহাস গড়ে মেসির অন্য রকম ‌‌‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়সটাকে শুধু সংখ্যা বানিয়ে ৩৮ বছর বয়সেও ছুটে চলেছেন সেই তারুণ্যের বেগে। যেন থামার নাম নেই! লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে জোড়া গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড আর কারও নেই। সব মিলিয়ে গোল করেছেন টানা পাঁচ ম্যাচে। খবর এএফপির।

একই সঙ্গে নিজের ক্যারিয়ারের এক অসাধারণ ব্যক্তিগত অর্জনও ছুঁয়েছেন মেসি। ওপেন প্লে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর করেছেন নিজের ক্যারিয়ারের ১০০ তম গোল। গতকাল বুধবার (৯ই জুলাই) রাতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন মেসি। এই ম্যাচ দিয়েই এমএলএসে টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করার প্রথম খেলোয়াড় হয়ে গেলেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি গোল করার পর শুরু হয় মেসির রেকর্ডের যাত্রা। তারপর মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট, ক্লাব বিশ্বকাপের আগে কলম্বাসের বিপক্ষে ২ গোল ও ২ অ্যাসিস্ট। ক্লাব বিশ্বকাপ শেষে আবার মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল।

এ পাঁচ ম্যাচে মেসির পরিসংখ্যান ৯ গোল ও ৪ অ্যাসিস্ট। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ দূরপাল্লার শট—যা তাকে এনে দিয়েছে আরও একটি ব্যক্তিগত মাইলফলক। এটি ছিল ওপেন প্লে থেকে বক্সের বাইরে থেকে করা তার ক্যারিয়ারের ১০০তম গোল।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন