মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বাংলাদেশের বাকি ম্যাচসহ চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দুই দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ও পাকিস্তান ম্যাচের সূচি জানিয়েছিল। একই গ্রুপে থাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুটি ম্যাচ কবে, জানা গিয়েছিল। মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি।

১৯শে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই ওয়ানডে টুর্নামেন্টের। বাংলাদেশ পরের দিন ভারতের বিপক্ষে দুবাইয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে। 

বাংলাদেশ ২৪শে মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৭শে ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।

আট দলের এই টুর্নামেন্টে হবে ১৫ ম্যাচ, পাকিস্তান ও দুবাইয়ের ভেন্যুতে হবে খেলা।

পাকিস্তান রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে হবে গ্রুপের তিনটি করে ম্যাচ। লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল।

ভারত পৌঁছাতে না পারলে ৯ই মার্চের ফাইনাল হবে লাহোরে। তবে ভারত উঠলে শিরোপার লড়াই হবে দুবাইয়ে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারত তাদের তিন গ্রুপ ম্যাচ খেলবে দুবাইয়ে, প্রথম সেমিফাইনালও এই ভেন্যুতে।

‘বি’ গ্রুপে খেলা শুরু ২১শে ফেব্রুয়ারি। আফগানিস্তান করাচিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। পরের দিন লাহোরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। একদিন পর পাকিস্তান-ভারতের হাইভোল্টেজ ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

১৯শে ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান।

২০শে ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

২১শে ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান।

২২শে ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান।

২৩শে ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

২৪শে ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।

২৫শে ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।

২৬শে ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান।

২৭শে ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।

২৮শে ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান।

১লা মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান।

২রা মার্চ : নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই।

৪ঠা মার্চ : প্রথম সেমিফাইনাল, দুবাই।

৫ই মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান।

৯ই মার্চ : ফাইনাল, লাহোর (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)।

ওআ/কেবি

চ্যাম্পিয়ন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন