সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পথশিশুদের ২৭ শতাংশের পিতা–মাতার পরিচয় নেই: গবেষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশ এলাকায় শত শত পথশিশু প্রতিদিন নানা ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। গবেষণায় দেখা গেছে, এই শিশুদের মধ্যে ২৭ শতাংশের পিতা–মাতার পরিচয় নেই। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন যেন তাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এসব চিত্র উঠে এসেছে আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হাসান রেজার সাম্প্রতিক এক গবেষণায়।

রোববার (২০শে জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আয়োজিত ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনারে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম।

হাসান রেজার গবেষণায় সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ ঢাকা ও আশপাশ এলাকায় বসবাসকারী পথশিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ছয় শতাধিক পথশিশুকে নমুনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণা অনুযায়ী, ২৭ শতাংশ শিশুর পিতা–মাতার পরিচয় নেই। অনেক শিশুকে জোরপূর্বক বিভিন্ন নোংরা ও অমানবিক কাজ, যেমন ময়লা-আবর্জনা ও বমি পরিষ্কারের কাজ করতে বাধ্য করা হয়। এ ছাড়া শিশুদের যৌন হয়রানি ও গ্যাং রেপের (দলবদ্ধ ধর্ষণ) মতো ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও উঠে এসেছে গবেষণায়।

হাসান রেজা বলেন, ‘এই শিশুদের নিয়েই আমি আমার ক্যারিয়ার গড়েছি, পিএইচডি করেছি, সহযোগী অধ্যাপক হয়েছি। কিন্তু এখনো তাদের জন্য কিছুই করতে পারিনি, সেই দায়বোধ থেকেই আমি গবেষণা চালিয়ে যাচ্ছি।’

জে.এস/

গবেষণা পথশিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন