বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

বিটরুট দিয়ে বানাতে পারেন মজাদার ক্রিস্পি দোসা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিটরুট গোটা বিশ্বের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার করে। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই এটি নানা ধরনের শারীরিক সমস্যা কমাতে ব্যবহৃত হয়ে আসছে। এই বিটরুট দিয়ে বানাতে পারেন মজার দোসা। রইলো রেসিপি-

উপকরণ:

আতপ চাল ২ কাপ,

বিউলির ডাল ১ কাপ,

ছোলার ডাল ১ চা-চামচ,

মেথি ১ চা-চামচ,

লবণ স্বাদমতো,

সাদা তেল ৩ চা-চামচ,

বিটরুট জুস ১/২ কাপ,

মাখন ২ চা-চামচ,

আরো পড়ুন : হানি চিলি ক্যাবেজ বল তৈরির রেসিপি

সেদ্ধ আলু ৪টি,

কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ,

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,

কারিপাতা কুচি সামান্য,

কালো সরিষা ১/২ চা-চামচ,

সরিষার তেল ২ চা-চামচ এবং সম্বর মশলা ২ চা-চামচ।

প্রস্তুত প্রণালী:

প্রথমে আতপ চাল, দুই রকম ডাল, মেথি ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সেটাকে আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিন। পানি ঝরিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। ৭ থেকে ৮ ঘণ্টা ঢেকে রাখুন। তারপর লবণ, অল্প বিটরুট জুস, ২ চা-চামচ তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্ব যেন সঠিক থাকে। এবার প্যানে সরিষার তেল গরম করে তাতে সরিষার ফোড়ন দিন। সেদ্ধ আলু ম্যাশ করে তাতে একে একে লবণ, ধনেপাতা, কারিপাতা, কাঁচামরিচ কুচি, সম্বর মশলা দিয়ে পুর তৈরি করুন। এবার চুলায় একটা তাওয়া দিয়ে গরম করে তাতে অয়েল ব্রাশ করুন। তৈরি হওয়া ব্যাটার তাওয়াতে দিয়ে দোসার আকারে বানিয়ে নিন। সোনালি রং আসলে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ রাখুন যাতে দোসা আরও ক্রিস্পি হয়। এবার আলুর পুর দিয়ে ফোল্ড করে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।

এস/এসি


রেসিপি মজাদার ক্রিস্পি দোসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন