শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

প্রাকৃতিক উপায়ে ত্বকে আনুন গোলাপি আভা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজকাল মুখে গোলাপি আভা ফুটিয়ে তুলতে সৌন্দর্যসচেতন নারীরা নানা ধরনের ব্লাশ ব্যবহার করেন। ক্রিম বা পাউডার বেসড এসব ব্লাশ বেশ জনপ্রিয় হলেও প্রতিদিন ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবে গোলাপি আভা ফুটে উঠবে। তবে হ্যাঁ, প্রাকৃতিক এ গোলাপি আভা পেতে দীর্ঘদিন ধৈর্যসহকারে ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই পাওয়া যাবে সুফল। তথ্যসূত্র অরগানিক হারভেস্টের।

এ জন্য যা ব্যবহার করবেন

মধু ও দারুচিনির প্যাক

মধু হচ্ছে একধরনের প্রাকৃতিক ময়েশ্চারাইজার। অন্যদিকে দারুচিনি ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে সহায়তা করে। আর এ দুই উপাদানের সংমিশ্রণ ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটিয়ে তুলতে সহায়ক। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনিগুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। 

এই মিশ্রণ দুই গালে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ২ থেকে ৩ মাসের মধ্য়ে আশানুরূপ ফল পাওয়া যাবে।

বিটরুটের রস

বিটরুটে আছে প্রচুর ভিটামিন সি। এতে থাকা প্রাকৃতিক মেরুন রং ত্বকে গোলাপি আভা এনে দিতে পারে। প্রতিদিন ত্বকে বিটরুটের রসের প্রলেপ দিলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে। এর রস করে তুলার বলের সাহায্যে মুখে, গলায় ও ঘাড়ে ব্যবহার করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন।

বিটরুটের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো উপকার পাওয়া যাবে। যারা নিয়মিত এর রস পান করেন, তারা আরও ভালো ফল পেতে পারেন। তবে একটানা কত দিন বিটরুটের রস খাওয়া নিরাপদ, তা অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে হবে।

গোলাপজল ও গ্লিসারিন

প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ভীষণ জনপ্রিয়। ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষায় এর জুড়ি মেলা ভার। অন্যদিকে গ্লিসারিন খুব ভালো ময়েশ্চারাইজার। এটি আমাদের দেশে বেশ জনপ্রিয়।

এই দুই উপকরণের সংমিশ্রণ ত্বকে মেখে যদি সারা রাত রাখা যায়, তাহলে ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটে উঠবে। একটি কাচের বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে রেখে দিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলার বলের সাহায্যে ত্বকে বুলিয়ে নিন।

স্ট্রবেরি ও টক দইয়ের মাস্ক

স্ট্রবেরি ভিটামিন সি ও আলফা-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ একটি ফল। এটি ত্বকের মরা কোষ ঝরিয়ে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। অন্যদিকে টক দইয়ের মধ্য়কার ল্যাকটিক অ্যাসিড ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে। এই অ্যাসিডগুলো ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতেও খুব ভালো কাজ করে।

স্ট্রবেরি পেস্ট ও টক দইয়ের মিশ্রণ সপ্তাহে একদিন ব্যবহারে সুফল পাওয়া যায়। ২ থেকে ৩টি পাকা স্ট্রবেরির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করুন। তারপর মুখে, গলায় ও ঘাড়ে মেখে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। এক মাস পর থেকে ভালো ফল দেখতে পাবেন।

জে.এস/

ত্বকে গোলাপি আভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250