শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই *** ৩টি হলের ভোট গণনা বাকি *** জাকসু নির্বাচন: ভেতরে ভোট গণনা, বাইরে গভীর রাতে শিক্ষার্থীদের অপেক্ষা *** ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার *** ফুটবলারদের মানসিক ধাক্কা কাটাতে কাজ করবে বাফুফে *** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না একনজরে দেখে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার যুক্ত হচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মেটা। এর মধ্যে বহু সাংবাদিক এবং সমাজকর্মীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে। চলুন জানা যাক আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না তা খুব সহজেই বুঝার উপায়-

>> খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট আপনার চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে। কিন্তু ইউজার যদি আপনা আপনিই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

আরো পড়ুন : ফোন চুরি হলেও জানতে পারবে না আপনার ব্যক্তিগত তথ্য

>> অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনা আপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

>> যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।

>> বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। এটা তারই লক্ষণ। এই জন্যই বারবার ভেরিফিকেশন কোড আসছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন