ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সিএনএন
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নাখোশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৈঠকে ট্রাম্প বলেন, ‘পুতিন সব সময় খুবই আন্তরিক আচরণ করেন। দিন শেষে গিয়ে দেখা যায় তার ওই ভালো আচরণের কোনো অর্থ নেই। এখন আমি বিষয়টি খুব শক্তভাবে দেখব।’ এ সময় তিনি পুতিনের বিরুদ্ধে শত শত মানুষকে হত্যা করার অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘পুতিন বহু মানুষকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনের সেনা।’
পুতিনের ওপর তার যে বিরক্তি, এই বিরক্তি থেকে কোন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন জিজ্ঞেস করলে ট্রাম্প রহস্য করে বলেন, ‘সেটা বলব না। কিছু বিষয় কী সারপ্রাইজ থাকা ভালো নয়!’ বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মূলত রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন, ঠিক সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেন নিয়ে ইউরোপের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপ কখনো ইউক্রেনকে ত্যাগ করবে না।
জে.এস/
খবরটি শেয়ার করুন