বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শাহী গরম মশলা বানান ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামনে ঈদ আসছে। রান্নাঘরের কাজ এরইমধ্যে গুছিয়ে ফেলছেন গৃহিণীরা। বাজারের মশলা খেতে না চাইলে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন গরম মশলা। অনেকে এর উপকরণ কিংবা পরিমাণ জানেন না বলে বানাতে পারেন না। তবে খুব সহজে শাহী গরম মশলা বানান ঘরেই। চলুন জানি কিভাবে তৈরি করবেন শাহী গরম মশলা-

যা যা লাগবে 

শুকনো ধনে- ২ চা চামচ

গোটা জিরা- ১ চামচ

মৌরি- ২ চামচ

লবঙ্গ- ৫ থেকে ৬টি

কালো গোলমরিচ- ৫ থেকে ৬টি

বড় এলাচ- ২টি

স্টার ফুল- ১টি

ছোট এলাচ- ৬ থেকে ৭টি

জায়ফল- অর্ধেক টুকরো 

দারুচিনি- ৩ ইঞ্চি কাঠি

কাশ্মীরি শুকনো মরিচ- ৩টি (অথবা মরিচ গুঁড়া ১ চা চামচ)

আরো পড়ুন : মাছের ডিমের মজাদার রেসিপি

পোস্ত- আধা চামচ

কালোজিরা- ১ চা চামচ

শুকনো হলুদ- ১ টুকরো (অথবা হলুদ গুঁড়া ১ চা চামচ) 

হিং- আধা চামচ

রক স্লট- এক চামচ

তেজপাতা- ২টি

প্রণালি 

প্রথমে একটি লোহার বা ননস্টিক প্যান নিয়ে গ্যাসে গরম করে সব মশলা দিয়ে ৭ থেকে ৮ মিনিটের জন্য আস্তে আস্তে টেলে নিন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। ঠিকমতো ভাজা হলে মশলার সুঘ্রাণ বের হবে।  

হালকা ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। মিহি করে গুঁড়ো করে নিতে হবে। একটি এয়ার টাইট জারে রেখে দিন। এই মশলা কয়েকমাস ব্যবহার করতে পারবেন। মাংস বা কাবাবজাতীয় খাবারে গরম মশলা ব্যবহারে স্বাদ হবে অতুলনীয়। 

এস/ আই.কে.জে

রেসিপি শাহী গরম মশলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন