মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বাজেট সহায়তা ও রেল উন্নয়নে ১ বিলিয়ন ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ছবি: প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে জাপান। এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে দেশটি।

এ ছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইনকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং পড়াশোনার জন্য স্কলারশিপ (বৃত্তি) বাবদ অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

আজ শুক্রবার (৩০শে মে) জাপান ও বাংলাদেশের মধ্যে এ-সংক্রান্ত নোট বিনিময় হয়েছে। প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

কূটনৈতিক পরিমণ্ডলে, ‘নোট বিনিময়’ বলতে বোঝায় আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের একটি আন্তর্জাতিক পদ্ধতি। এটি সাধারণত দুটি সরকারের মধ্যে সম্পন্ন হয়। এ পদ্ধতিতে প্রতিটি সরকার অন্য সরকারের কাছে একটি নোট পাঠায়। অক্সফোর্ড রেফারেন্স অনুসারে, এ নোটগুলো কূটনৈতিক নোট নামেও পরিচিত। 

কোনো একটি বিষয়ে ঐকমত্য প্রকাশ ও আলোচনার মাধ্যমে চুক্তি নিশ্চিত করার জন্য এ ধরনের নোট ব্যবহৃত হয়। নোট বিনিময়ের মাধ্যমে উভয় সরকার পারস্পরিক সম্মতি স্বীকার করার পরেই চুক্তিটিকে বাধ্যতামূলক হিসেবে গণ্য করা হয়।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন