ছবি: সংগৃহীত
রুম্মান সায়েম
টিকিট কেটেছেন?
না! পকেটে নেই এক টাকা
এ স্বপ্ন দেখা তো
বিশ্ব রাজনীতির সাথে
তামাশা করা!
তোমার সঙ্গে একটু কথা ছিল,
ঠিক এক কাপ চা আর একটা
ধুম্র-শলাকা খেতে যতুটুকু সময় লাগে।
নাগরিক কোলাহলে
একটা ধুম্র-শলাকা চাই,
মেকি হাসি হেসে লাভ কী!
অমায়িক আধুনিক সভ্যতা,
কেউ বুঝতে চায় না
ব্যথিত মানব মন।
অমায়িক আধুনিকতার বাজারে,
এককাপ চা আসেন খাই
কোনো এক বটতলায়।
আমি হাসতে ভুলে গেছি
বহুকাল আগে!
আগে ভাবতাম হাসতে হলে হয়তো
কর দিতে হবে মহামান্য রাষ্ট্রকে,
এখন দেখি, হাসলে যায় প্রাণ!
ভয় লাগে,পাবো তো গলাকাটা
এই সময়ের মৃত্যুর
নিশ্চয়তা!
আরএইচ/
খবরটি শেয়ার করুন