মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

‘মুরব্বি মুরব্বি’ বলার নেপথ্যে কী?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের একটি অংশ ‘মুরুব্বি মুরুব্বি উহু হুহু’। একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে জুলাই-আগস্টে আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা।

এই ‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তাক। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল। সাধারণত এটা আমি এলাউ করি না। যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে। না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে। তাই উনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না।’

ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই। এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যে সব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। আমি একটা কথা বলেছিলাম এক লোক বের হয়েছে। দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি। এটা মিলে গেছে।’

মাওলানা মোস্তাক বলেন, ‘এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে ‘মুরুব্বি মুরুব্বি’। গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে ‘মুরুব্বি মুরুব্বি’। তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়।’

ওআ/ আই.কে.জে/

ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন