বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

এ আর রহমানের সঙ্গে সৃষ্ট দূরত্ব নিয়ে যা বললেন কুমার শানু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক দিনে সর্বোচ্চ গান গেয়ে গিনেস বুকে রেকর্ড গড়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। সংগীত ক্যারিয়ারে দীর্ঘদিন বলিউড রাজত্ব করেছেন এই বাঙালি শিল্পী। গান দিয়ে অসংখ্য শ্রোতার হৃদয় হরণ করেছেন তিনি। 

অন্যদিকে, ভারতের এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান। যার গানে বুঁদ হয়ে থাকেন শ্রোতা-দর্শকরা। তবে কাজ করতে গিয়ে কুমার শানুর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় তার।

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন কুমার শানু। পাশাপাশি স্মৃতিচারণ করে বিষয়টি নিয়ে আফসোসও করলেন এই গায়ক। ‘ইন্ডিয়ান আইডল-১৪’র মঞ্চে এ আর রহমানের কথা ওঠায় নস্টালজিক হয়ে পড়েন তিনি।

আফসোস করে কুমার শানু বলেন, তোমাদের একটা জিনিস জানা নেই—‘রোজা’ গানটি যখন তৈরি হয় তখন এ আর রহমান আমাকে আর অলকাকে ফোন করেছিল এই সিনেমার সব গান গাওয়ার জন্য। কিন্তু তখন আমাদের মতিভ্রম হয়েছিল। সে সময় তাকে বলেছিলাম, আমরা ভীষণ ব্যস্ত, আপনাকে মুম্বাই এসে গানগুলো রেকর্ড করতে হবে।

জানা যায়, শানু-অলকার এই কথা মেনে নিতে পারেননি রহমান। তাই পরবর্তীকালে অন্য সংগীতশিল্পীদের দিয়ে ‘রোজা’ সিনেমার গানগুলো গাওয়ান তিনি।

আরো পড়ুন: দীপিকা ও রণবীরের সেই ভিডিও ক্লিপ ভাইরাল!

তবে এই সময়ে এসে সিনেমাটিতে গান না গাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না বলে মনে করেন কুমার শানু। আক্ষেপের সুরে এই গায়ক বলেন, এই সিদ্ধান্ত খুব বড় ভুল ছিল। খুব মিস করেছিলাম। পরে অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয় গানগুলো। এরপর থেকে এ আর রহমান আর কখনও আমাদের ডাকেননি।

প্রসঙ্গত, হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, ভোজপুরী, তামিল, উর্দু, ইংলিশসহ বহু ভাষায় গান গেয়েছেন কুমার শানু। আজও তার গানে মেতে ওঠেন শ্রোতারা। টানা পাঁচবার ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাওয়ার রেকর্ড তার দখলে। শুধু তাই নয়, ২০০৯ সালে কুমার শানুকে পদ্মশ্রী (চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা) পদকে ভূষিত করেছে ভারত সরকার।

এসি/ আই.কে.জে

এ আর রহমান কুমার শানু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন