ফাইল ছবি (সংগৃহীত)
বাজার স্বাভাবিক রাখতে আগামী ১২ই জানুয়ারি থেকে রাজধানীর ২০টি পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
শনিবার (৪ঠা জানুয়ারি) রাজধানীর রিপোর্টারস ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
এ সময় খামারীরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর ১০০টি পয়েন্টে ডিম, মুরগির বিক্রি কার্যক্রম পরিচালনা করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে বর্তমানে চড়া মুরগির দামের জন্য গুটি কয়েক করপোরেট কোম্পানিকে দায়ী করে অ্যাসোসিয়েশন। সিন্ডিকেট ভেঙে দিতে সরকারি হস্তক্ষেপ দাবি করেন তারা।
ওআ/ আই.কে.জে/