শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার (২রা আগস্ট) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

টটেনহাম ছেড়ে যাওয়ার প্রসঙ্গে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি একটি কথা বলতে চাই—আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও এই সিদ্ধান্তে আমাকে সহায়তা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

৩৩ বছর বয়সী সন জানিয়েছেন, এটা তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সিদ্ধান্ত। দক্ষিণ কোরিয়ান তারকা বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে এখানে। সিদ্ধান্তটি নেওয়াটা খুবই কঠিন ছিল। নিজেকে আরও চ্যালেঞ্জ করতে নতুন এক পরিবেশের প্রয়োজন আছে। একটু পরিবর্তনের দরকার ছিল—১০ বছর অনেক দীর্ঘ সময়। আমি যখন এখানে এসেছিলাম, তখন মাত্র ২৩ বছর বয়স, অনেকটাই তরুণ বয়সে। এখন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন গর্বিত মানুষ হিসেবে ক্লাব ছাড়ছি।’

ক্লাব ও ভক্ত-সমর্থকদের কাছে কৃতজ্ঞ সন, ‘আমি টটেনহামের সব সমর্থকের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, বিদায়ের এই সময়টাও সঠিক, এবং সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবে।’

সনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া কোচ টটেনহাম টমাস ফ্র্যাঙ্ক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম। তিনি প্রতিটি দিক থেকে একজন সত্যিকারের টটেনহাম কিংবদন্তি, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন।’

সনের পরবর্তী ঠিকানার ব্যাপারে আলোচনায় রয়েছে মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। একই লিগে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহাম দলে ভেড়ায় সনকে। ১০ বছরে ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ করেছেন ১৭৩ গোল, সহায়তা করেছেন ১০১ গোলে। টটেনহামের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। স্পার্সদের হয়ে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে বার্নলির বিপক্ষে করা গোলে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পায়। ২০২১-২২ মৌসুমে ২৩ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন সন।

জে.এস/

হিউং-মিন সন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন