বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি *** পরীক্ষিত প্রার্থীরাই নির্বাচিত হবেন, প্রত্যাশা জাবির নারী শিক্ষার্থীদের

সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৫ই মে) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি বুলডোজার দিয়ে উদ্যানের ভেতরের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অন্তত ১০টি ছোট ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কেউ বাধা দেননি।

অমিত নামের এক দোকানদার বলেন, ‘সরকার কিছু না বলে ভেঙে দিয়েছে। আমাদের কিছু করার নেই। তবে দোকানের ভেতরে থাকা জিনিসপত্র নেওয়ার জন্য অনুমতি চেয়েছি।’ এ বিষয়ে উপস্থিত কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

আজ সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন ফটকে গিয়ে উচ্ছেদ অভিযান চালাতে দেখা যায়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি। এটি একটি জাতীয় উদ্যান। নারী-পুরুষ-নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। সবাই যাতে নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এ অভিযান। এখানে যেসব অবৈধ স্থাপনা আছে, আমরা উচ্ছেদ করে দিয়েছি।’

গতকাল বুধবার (১৪ই মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত ৮টার পর নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এইচ.এস/

উচ্ছেদ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন