মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

সোশ্যাল মিডিয়ায় অনুসারী কোটির কাছাকাছি, নির্বাচনে ভোট পেলেন মাত্র ১০৩টি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

কথায় কথায় তিনি নিজেকে বলতেন, ‘নাম্বার ওয়ার’। সামাজিক যোযাযোগমাধ্যমেও তার অনুসারী কোটির কাছাকাছি। ইনস্টাগ্রামে ৫৬ লাখ ও ফেসবুকে ৪১ লাখ ফলোয়ার রয়েছে তার। এর পাশাপাশি রয়েছে কয়েক লাখ মেম্বারের ফ্যানপেজও। অথচ নির্বাচনী ময়দানে নেমে নাকানি চোবানি খেতে হল সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খানকে।

ভারতে বেশ কয়েকটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ। শনিবার (২৩শে নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত গণণায় দেখা গেছে তিনি ভোট পেয়েছেন মাত্র ১০৩টি। 

এক নেটিজেন লেখেন, ইনস্টাগ্রামে ৫.৬ মিলিয়ন ফলোয়ার থাকা এজাজ খান পেয়েছেন ১০৩ ভোট। যখন আপনি বুঝতে পারবেন যে, ১৬ বছরের বাচ্চারা বিগ বসে ভোট দিয়ে আপনাকে বাঁচালেও রাজ্য নির্বাচনে ভোট দিতে পারে না।

দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারসোভা আসনে ৪৬,৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। 

গুজরাটের আহমেদাবাদে জন্ম এজাজের। ২০০৩ সালের ‘পথ’ সিনেমার হাত ধরে ক্যারিয়ার শুরু তার। বেশকিছু ধারাবাহিকে দেখা গেছে তাকে। রিয়েলিটি শো বলিউড ক্লাবেও কাজ করেছেন। বিগ বস-৭-এর প্রতিযোগী ছিলেন এজাজ খান।

উল্লেখ্য, কিছু অসমর্থিত দাবি উঠে আসছে। সেখানে বলা হচ্ছে, এজাজের পরিবারের সদস্যরাও নাকি তাকে ভোট দেয়নি। তবে এটি নিয়ে অবশ্য এজাজ কোনও মন্তব্য করেননি।

আই.কে.জে/

এজাজ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন