মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

নতুন সিনেমার জন্য কঠোর পরিশ্রম সালমানের, ত্যাগ করেছেন মদ্যপানও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম

কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি। খবর ইন্ডিয়া টুডের।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।

জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।

এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।

ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এ সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এ টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’

ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তার অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন