বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

চোখে আঘাত পেলে দ্রুত কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানবদেহের সংবেদনশীল অঙ্গ চোখ। বাইরের আঘাত থেকে নিরাপদ রাখার জন্য শক্ত হাড়নির্মিত চক্ষুকোটরে এর অবস্থান। কিন্তু দেখার জন্য সামনের দিকটি খোলা। আর এটিই চোখকে আঘাতপ্রবণ করে রেখেছে; যদিও চোখের পাতা এটিকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার চেষ্টায় থাকে। তবে হঠাৎ করে চোখে আঘাত পেলে কী করবেন?

নানাভাবে চোখে আঘাত লাগতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি হয় খেলাধুলার সামগ্রী, যেমন ব্যাডমিন্টনের কর্ক লেগে, ওয়েল্ডিং বা গ্রিন্ডিং মেশিনে কাজ করার সময় পাথর বা লোহার কণা ছিটকে এসে; পড়াশোনার সামগ্রী, যেমন পেনসিল, স্কেল, কম্পাস ইত্যাদির আঘাতে ও দুর্ঘটনায়। সম্প্রতি ছররা গুলিতে অনেকেই চোখে আঘাত পেয়েছেন। স্প্লিন্টারজনিত চোখের আঘাতও নেহাত কম নয়।

ধরন বিবেচনায় চোখের আঘাতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ব্লান্ট ট্রমা বা ভোঁতা কোনো বস্তুর আঘাত এবং পেনিট্রেটিং বা ধারালো বস্তুর আঘাত। অন্যভাবেও চোখের আঘাতকে বর্ণনা করা যায়। যেমন চোখের আবরণ ভেদ করা আঘাত বা পেনিট্রেটিং ইনজুরি এবং চোখের আবরণ ক্ষত বা ব্লান্ট ইনজুরি।

পেনিট্রেটিং ইনজুরিতে চোখের ভেতরের বস্তু যেমন খুব সহজে বাইরে চলে আসতে পারে, তেমনি চোখের বাইরে থেকেও বস্তু বা ইনফেকশন চোখের ভেতরে ঢুকে যেতে পারে। সঙ্গে চোখের ভেতর রক্তক্ষরণ ঘটতে পারে। চোখের ভেতর কোনো বস্তু ঢুকলে অর্থাৎ ইন্ট্রা অকুলার ফরেন বডি থাকলে, এটি চোখের ভেতর রক্তক্ষরণ ও ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। রক্তক্ষরণ ও ইনফেকশন দুটিই অন্ধত্বের ঝুঁকি তৈরি করে। আবার আঘাতের কারণে চোখের অভ্যন্তরের বস্তুসমূহ বাইরে চলে এলেও অন্ধত্ব দেখা দিতে পারে।

আরো পড়ুন : শুধু আমাশয় নয়, বহু রোগের সমাধানে কার্যকারী বেতফল!

করণীয়

চোখের আঘাত পেনিট্রেটিং ইনজুরি কি না, ভেতরে রক্তক্ষরণ, কোনো বস্তুর অবস্থান, চোখের কনটেন্ট বের হয়ে এসেছে কি না, ইনফেকশনের ঝুঁকি ইত্যাদি নির্ণয় করার জন্য আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এক্স–রের সাহায্য নিতে হয়।

যেকোনো আঘাতের পর প্রথম কাজ হলো দ্রুত সময়ে ইনজুরি রিপেয়ার করা এবং ইনফেকশন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। যদি চোখের ভেতর কোনো বস্তু থেকে যায়, তবে সেটি বের করে নিয়ে আসা।

চোখে আঘাত পেলে কোনো কিছু দিয়ে ধোয়ার চেষ্টা বা পরিষ্কারের চেষ্টা না করাই ভালো। কোনো ফার্মেসি থেকে একটি স্টেরাইল গজ দিয়ে চোখ ঢেকে দ্রুত চক্ষু হাসপাতালে নিতে হবে। ইনফেকশন প্রতিরোধে মুখে বা ইনজেকশনের মাধ্যমে তাৎক্ষণিক অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তবে চোখে কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া যাবে না, বিশেষ করে যদি আবরণ ভেদ করা আঘাত মনে হয়।

চোখের আঘাতে কয়েক ধাপে চিকিৎসার প্রয়োজন হতে পারে। চিকিৎসা যেমন একাধিক ধাপে সম্পন্ন হয়ে থাকে, তেমনি একাধিক সার্জন বা সেন্টারে চিকিৎসার প্রয়োজন হতে পারে।

এস/ আই.কে.জে/ 


চিকিৎসা চোখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫