ছবি: সংগৃহীত
বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সন্জীদা খাতুন চলে যাওয়ার তিন মাসের মাথায় ছায়ানটের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. সারওয়ার আলী। এতদিন তিনি নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার (২৭শে জুন) প্রথম বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যস্ত করেছে ছায়ানট। প্রতিষ্ঠানটির কার্যকরী সংসদে সহ-সভাপতি হিসেবে আছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। আর সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসাকে একই পদে বহাল রাখা হয়েছে।
বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় সভায়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর। এছাড়া গাজায় ইসরায়েলের গণহত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানায় এবং ইরান-ইসরায়েল সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
খবরটি শেয়ার করুন