ছবি: সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু মনে করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগের সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের সমন্বয়ক এবং সেই সমন্বয়কদের নেতৃত্বে পরে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সমবেত তরুণদের কেউ কেউ একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল নয়। এমনকি তারা ধর্মভিত্তিক রাজনীতি দ্বারা প্রভাবিত ও জামায়াত-শিবিরের সঙ্গে তাদের নৈকট্য দেখা যায় বলেও তার অভিমত।
গত বছরের জুলাই-আগস্টে ত্বরিত ফুঁসে ওঠা রাজপথের রক্তাক্ত আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। এরপরের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে মোজাম্মেল হোসেন বলেন, 'জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিয়মশৃঙ্খলা এনে একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনের পথে যাত্রা সম্পর্কে শঙ্কা তৈরি হতে থাকে। কেননা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভাবাদর্শের বিরুদ্ধের শক্তিগুলো, বিশেষত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রাধান্য প্রকাশ পায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, স্মারক আক্রান্ত হতে থাকে।'
যে কোনো তারুণ্যের হাত ধরে দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে, এটা মানতে রাজি নন দৈনিক সমকাল, আমাদের সময় ও সকালের খবরের সাবেক সম্পাদক মোজাম্মেল হোসেন। তিনি বলেন, 'সব তরুণের মধ্যে তারুণ্য নেই। চোর-গুন্ডা-বদমাশ ও সন্ত্রাসীরা কি বয়সে তরুণ নয়?'
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথাবার্তা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার (২৯শে জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে অভিজ্ঞতা দিয়ে বর্তমানকে বিশ্লেষণ করে রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করা মোজাম্মেল হোসেন ঘোষিত ওই সময়ে নির্বাচনের আয়োজন হবে, এ বিষয়ে নিশ্চিত নন। তিনি এ প্রসঙ্গে বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে আমাদের নির্বাচন হওয়ার কথা। তবে এখনো এটা নিশ্চিত নয়।'
তিনি বলেন, 'আমি বিস্মিত যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, জাতীয় নাগরিক পার্টিতে সমবেত তরুণরা শিক্ষিত, প্রতিভাবান, স্মার্ট কিন্তু কেউ কেউ একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল নয়, এমনকি ধর্মভিত্তিক রাজনীতি দ্বারা প্রভাবিত ও জামায়াত-শিবিরের সঙ্গে তাদের নৈকট্য দেখা যায়। তখন ভাবি, তরুণ মানেই তো ভালো, অগ্রসর চিন্তার মানুষ, প্রগতিশীল ও ন্যায়যোদ্ধা নয়। এগুলো হচ্ছে তারুণ্যের ধর্ম। কিন্তু সব তরুণের মধ্যে তারুণ্য নেই। চোর-গুন্ডা-বদমাশ ও সন্ত্রাসীরা কি বয়সে তরুণ নয়?'
দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোজাম্মেল হোসেন এসব কথা বলেন। সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। এ সাক্ষাৎকার আজ পত্রিকাটির ছাপা সংস্করণে প্রকাশিত হয়েছে। মোজাম্মেল হোসেন ছাত্রাবস্থায় ১৯৬৯ সালে সাপ্তাহিক ‘যুগবাণী’ ও ১৯৭০ সালে সাপ্তাহিক ‘একতা’য় প্রতিবেদক হিসেবে পেশাজীবন শুরু করেন।
মুক্তিযুদ্ধের সময় ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন মোজাম্মেল হোসেন। গত বছরের ৫ই আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে শুধু 'সাপ্তাহিক জনতার চোখ' (প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী) পত্রিকায় তার কলাম প্রকাশিত হয়। তার সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লেখা কলাম সাপ্তাহিক যায়যায়দিনে ব্যাপক পাঠকনন্দিত ছিল। ওই পত্রিকায় তিনি লিখতেন 'তারিখ ইব্রাহিম' ছদ্মনামে।
বিভুরঞ্জন সরকার গত শতকের আশির দশকে যায়যায়দিনে লিখতেন। ব্যক্তিগত বিশ্বাসের নিরিখে সনাতন পরিবারের হলেও তিনি কেন 'তারিখ ইব্রাহিম', বা মুসলমানের নামে লিখতেন, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। তারা মনে করেন, সামরিক শাসনের সুযোগে দেশে ততদিনে মৌলবাদের বিস্তার ঘটে। সমাজে প্রভাবশালী হয়ে ওঠে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক গোষ্ঠী। সে কারণেই তিনি আশির দশকে ছদ্মনামে লেখেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র ও সাপ্তাহিক মৃদুভাষণের সম্পাদক বিভুরঞ্জন এখন নিয়মিত কলাম লেখেন আজকের পত্রিকায়।
বিভুরঞ্জনের নেওয়া সাক্ষাৎকারে মোজাম্মেল হোসেন বলেন, তরুণ মানেই তো ভালো, অগ্রসর চিন্তার মানুষ, প্রগতিশীল ও ন্যায়যোদ্ধা নয়। এগুলো হচ্ছে তারুণ্যের ধর্ম। কিন্তু সব তরুণের মধ্যে তারুণ্য নেই। চোর-গুন্ডা-বদমাশ ও সন্ত্রাসীরা কি বয়সে তরুণ নয়? নজরুল যাদের আহ্বান করেন ‘চল চল চল...অরুণপ্রাতের তরুণদল’ বলে এবং রবীন্দ্রনাথ যাদের বলেন ‘ওরে আমার সবুজ, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’। তারা শুধু বয়সে তরুণ নয়, ধর্মে-মর্মে তরুণ।
তার মতে, 'তাই তরুণ ও তারুণ্যে পার্থক্য আছে। তারুণ্যের ধর্মচ্যুত তরুণ আমাদের কাম্য নয়। তাই আমাদের দেশ ও সমাজের ব্যাপক সাধারণ তরুণদের মধ্যে এনসিপির আবেদন কতটুকু হবে, তা ওই দলের ভূমিকা ও কাজের ওপর নির্ভর করবে।'
খবরটি শেয়ার করুন