মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হচ্ছে ২০০ গাড়ি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় পুলিশের ব্যবহৃত যেসব গাড়ি আগুনে পুড়ে গেছে বা চলাচলের অযোগ্য হয়ে গেছে, সেগুলোর বদলে নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দফায় পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ অর্থাৎ জিপ কেনা হচ্ছে।

উন্মুক্ত দরপদ্ধতিতে, অর্থাৎ সরাসরি ক্রয়পদ্ধতিতে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হচ্ছে এসব গাড়ি। প্রতিটি গাড়ির দাম পড়বে ৮৬ লাখ টাকা। আর এসব গাড়ি কিনতে মোট খরচ হবে ১৭২ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার (৪ঠা জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য গাড়িগুলো কেনার জন্য ক্রয় কমিটিতে প্রস্তাব উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বৈঠক শেষে জানতে চাইলে অর্থ উপদেষ্টা প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে সাংবাদিকদের জানান।

অনুমোদনের পক্ষে যুক্তি দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি।’ ঢাকার কাছাকাছি কোথাও পুলিশের জন্য হাউজিং কমপ্লেক্স নির্মাণের চিন্তাও করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

এইচ.এস/

বাংলাদেশ পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন