ছবি: সংগৃহীত
চলতি সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ের ধারা অব্যাহত আছে। প্রথম ৯ দিনে দেশে এক বিলিয়ন ডলারের (১০১ কোটি ৮০ লাখ ডলার) বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। এ ছাড়া কিছুদিন ধরেই ডলারের দাম ওঠানামা করছে। এই সুযোগ নিতে পারেন অনেকে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সেপ্টেম্বরের ৯ দিনে ১০১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৫০ ডলার বেশি। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।
চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আয় এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে এসেছিল ৪৯৭ কোটি ১০ লাখ ডলার।
সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের আগস্ট দেশে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলারের প্রবাসী আয়। ফলে গত বছরের আগস্টের তুলনায় গত আগস্টে প্রবাসী আয়ে প্রায় ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ছাত্র-জনতার আন্দোলন ও সরকার বদলের ফলে ব্যাংকিং লেনদেন বিঘ্নিত হয়েছিল।
জে.এস/
খবরটি শেয়ার করুন