বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয়ী শিবির, একটিও পায়নি ছাত্রদল *** শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম *** ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু *** ভারত–চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইইউকে চাপ ট্রাম্পের *** কাতারে ইসরায়েলি হামলা নিয়ে স্ববিরোধী বক্তব্য ট্রাম্পের *** পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার, জব্দ করল এনবিআর *** ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন *** আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবার ক্লাসে ফিরেছে জয় রবিদাস *** ডাকসুর ভিপি পদে তিন হলেই সর্বোচ্চ ভোট সাদিক কায়েমের *** বিবৃতি দিয়ে রাতে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

নেপালে দুর্নীতির বিরুদ্ধে রাজপথে জেন-জি, শোবিজ তারকাদের সংহতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেপালের জেনারেশন জেড তথা জেন-জি তরুণেরা আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল থেকে দুর্নীতি আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তরুণদের এই আন্দোলনে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন দেশটির খ্যাতনামা শিল্পী ও বিনোদন জগতের তারকারা। খবর কাঠমান্ডু পোস্টের।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য নিজেদের ফেসবুক পোস্টে প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

হরিবংশ আচার্য সম্প্রতি তৈরি হওয়া একটি সড়কের নাজুক অবস্থা তুলে ধরে লেখেন, ‘প্রতিদিন ভাবতাম, কীভাবে এই সড়ক এত দ্রুত নষ্ট হলো? আমি প্রতিদিন এই পথে হাঁটতাম, কিন্তু শুধু ভাবতাম। অথচ, আজকের তরুণেরা শুধু ভাবেই না, প্রশ্ন তোলে। কেন এটি ভেঙে পড়ল? কীভাবে হলো? কে দায়ী? এই তো একটির উদাহরণ। এই প্রজন্ম যে প্রশ্ন তুলছে, তা গোটা ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মকর্তাদের কাজের জবাবদিহির দাবি।’

এই তারকা নেতাদের উদ্দেশে বলেন, ‘দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে হবে এবং তরুণদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আজকের তরুণেরা জবাবদিহি আশা করে।’

মদনকৃষ্ণ শ্রেষ্ঠ তার পোস্টে লিখেন, ‘দেশকে আমি প্রতিটি যুগে দেখেছি, সংগ্রামও করেছি। কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্ব চলেছে, ক্ষমতার লোভ সীমাহীন থেকেছে। প্রতিদিন হাজারো তরুণ কাজের খোঁজে বিদেশে যেতে বাধ্য হচ্ছে। দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে, যেন মা–নেপালও কাঁদছে।’

তিনি আরও বলেন, ‘তরুণেরা দেশের ভবিষ্যৎ, তাদের স্বপ্নই নেপালের প্রতিচ্ছবি। বছরের পর বছর স্থবিরতায় প্রতিটি নাগরিক বিরক্ত। এটাই আজকের জেনারেশন জেডের কণ্ঠ। তাদের কণ্ঠ শোনা চাই। দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনতে হবে, এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা নাগরিকের চাহিদা বোঝে এবং জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।’

গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত দুই তরুণ—সুনীল ও শচীনকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেন। তিনি জানান, ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে দুজনকে ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে পানি কিনতে, তরুণদের পানি খাইয়ে সহযোগিতা করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যেন হঠাৎ একসঙ্গে অতিরিক্ত ক্লান্ত না হয়ে পড়ে—সেই পরামর্শও দেন তিনি।

অভিনেতা ও নির্মাতা নিশ্ছল বসনেত টিকটক ভিডিওতে আন্দোলনের প্রতি সমর্থন জানান। তিনি সমালোচনা করে বলেন, রাজনীতিকেরা ক্ষমতায় গেলেই জনগণকে ভুলে যায়, আর নিয়ম বানায় জনগণকে দমিয়ে রাখার জন্য। তবে এবার পরিস্থিতি আলাদা। আগে নির্দিষ্ট কোনো ব্যক্তির নেতৃত্বে আন্দোলন হয়েছে, এবার নেপালের তরুণেরা নিজের ভবিষ্যতের জন্য নিজেরাই রাস্তায় নেমেছে। একই সঙ্গে তিনি পুলিশকে আহ্বান জানান, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অভিনেত্রী কেকি অধিকারী কবিতার ছন্দে সমর্থন জানিয়ে লেখেন—‘কোনো আগুন যেন নিভে না যায়/উদ্দীপনা আর দৃঢ়তায় ওঠো দাঁড়াও/তোমার ঘামের ফোঁটায় শক্ত হোক মাটি ও সমাজ/সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও।’

অভিনেত্রী বর্ষা রাউত বর্তমানে কাঠমান্ডুর বাইরে থাকলেও টিকটকের মাধ্যমে সমর্থন জানান এবং অন্যদের অংশ নিতে উৎসাহিত করেন। অভিনেতা অনমোল কে সি, প্রদীপ খাঁড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা অধিকারীও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন।

নেপাল জেন-জি প্রজন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন