শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ২২শে সেপ্টেম্বর

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পদে শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২২শে সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ৮১ জন প্রার্থী অংশ নেবেন।

গত বুধবার (৩রা সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষ পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম জেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুটি কেন্দ্র হলো: চট্টগ্রাম বন্দর কলেজ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয়। ২২শে সেপ্টেম্বর বেলা ২টায় একযোগে দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৮ই সেপ্টেম্বর থেকে লগইন করে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করবেন।

সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এসএমএস প্রদান করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

সব তথ্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হলো। প্রার্থীদের যথাসময়ে লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। 

জে.এস/

চট্টগ্রাম বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন