মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

পুরুষাঙ্গ দেখভালের ৪ কায়দা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘পেহেলে দর্শনধারী, ফির গুণ বিচারি!’ হ্যাঁ, হিন্দি ভাষায় এ প্রবাদের দারুণ চল। দেখতে ভালো হলে খুব সহজে হওয়া যায় সুপারহিট। যৌন বিশেষজ্ঞরা বলছেন, পুরুষাঙ্গের ক্ষেত্রেও ব্যাপারটা কখনো কখনো একশ’ শতাংশ সত্য। অনেক নারীর কাছে পুরুষাঙ্গের আকার খুব গুরুত্বপূর্ণ, তবে সবার কাছে নয়।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় জানা গিয়েছিল, মেয়েরা নাকি মাঝারি মাপের পুরুষাঙ্গের তুলনায় দৈর্ঘ্যে লম্বা পুরুষাঙ্গকে সবুজ সংকেত দেন। বেশিরভাগ মেয়ের যৌন-ইচ্ছায় আগুন দেয় লম্বা পুরুষাঙ্গ। যৌন বিশেষজ্ঞরা মনে করেন, নারীদের যৌনতৃপ্তির ক্ষেত্রে প্রায় সময় পুরুষাঙ্গের মাপ খুব গুরুত্ব পায়। খবর সংবাদ প্রতিদিনের।

যৌন বিশেষজ্ঞরা বলছেন, সহজ কয়েকটি কায়দায় আপনার মাঝারি মাপের পুরুষাঙ্গকে পছন্দসই মাপের দেখানো যায়। কীভাবে?

দুই সপ্তাহে অন্তত একবার আপনার যৌনকেশ ট্রিম করুন। প্রয়োজনে একেবারে উধাও করে দিন। দেখবেন, এতে আপনার যৌনাঙ্গের সাইজ আগের তুলনায় বড় দেখাবে। তবে ট্রিম করার সময় সাবধান। নরম জায়গায় যেন আঘাত না লাগে। এক্ষেত্রে বিশেষ ট্রিমার বা ক্রিম ব্যবহার করুন।

ওজন বাড়তে দেবেন না। অর্থাৎ, নিজেকে ফিট রাখুন। বিশেষজ্ঞরা বলছেন, ভুঁড়ি বাড়লে আপনার যৌনাঙ্গের মাপে প্রভাব পড়বে। ভুঁড়ির আড়ালে চলে গেলে বিপদ। ভুঁড়ি বাড়তে থাকলে আপনার যৌনাঙ্গ ছোট দেখাবে। তাই ভুঁড়ি হতে দেবেন না। প্রতিদিন এক্সারসাইজ করুন। ফিট থাকলেই আপনি হিট।

নিয়মিত হস্তমৈথুন করুন। কিংবা মাঝে-মধ্য়েই যৌনতার কথা চিন্তা করে, পরখ করে নিন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে কী না। যৌনাঙ্গে যত ব্লাড সার্কুলেশন বাড়বে, ততই যৌনাঙ্গের স্বাস্থ্য ভালো থাকবে।

স্ট্রেশ রাখুন কন্ট্রোলে। কেননা, স্ট্রেশ যদি থাকে আপনার হাতের মুঠোয়, তাহলে শরীর থাকবে ভালো। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেশ আপনার যৌনাঙ্গের মাপেও প্রভাব ফেলে। যৌনতায়ও ভাটা আনতে পারে স্ট্রেশ। তাই মাইন্ড থাকুক ফ্রি। তাহলেই জমবে খেলা।

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন