মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

নারীর অবসাদ কাটাতে পারে বীর্য, বলছেন গবেষকরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী-পুরুষের অবসাদ কাটাতে সেক্সের গুরুত্বের কথা খুব একটা অজানা নয়। সুস্থ শরীর ও মনের জন্য সুস্থ যৌন সম্পর্ক যে জরুরি, সে কথা চিকিৎসকরা বলেই থাকেন। আর নারীর সুস্থতার আসল চাবিকাঠি যে লুকিয়ে রয়েছে বীর্যের মধ্যে, তা জানা গেল সাম্প্রতিক এক গবেষণায়।

আমেরিকার নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩০০ নারীকে নিয়ে একটি গবেষণা করেন। এসব নারীর যৌনজীবন ও মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে তুলনা করে দেখা হয়। দেখা যায়, তাদের মধ্যে যারা অসুরক্ষিত যৌন সম্পর্কে রয়েছেন, মানসিকভাবে তারা অনেক বেশি সুস্থ। 

অসুরক্ষিত যৌন সম্পর্ক হচ্ছে, কনডম ছাড়া মিলন। কনডম ব্যবহার করলে পুরুষের বীর্য নারীর ভেতরে প্রবেশ করতে পারে না। তা কনডমে আটকে থাকে। কনডম ছাড়া সেক্স করলে বীর্য নারীর ভেতরে প্রবেশ করে তাকে প্রশান্তি দেয়। 

গবেষণায় দেখা যায়, বীর্যের মধ্যে রয়েছে এমন কিছু রাসায়নিক, যা নারীর মুড ভালো রাখতে সাহায্য করে। অবসাদ কাটায় এবং ভালো ঘুম আনতেও সাহায্য করে।

গবেষকদের দাবি, বীর্যের মধ্যে থাকা রাসায়নিক মস্তিষ্কে সেরোটোনিন, মেলাটোনিন ও থাইরোট্রোপিন হরমোন ক্ষরণে সাহায্য করে। বীর্য খুব তাড়াতাড়ি রক্তে শোষিত হয় বলে নিমেষে নারীর মুড ভালো করতে পারে। 

তাই প্রেগন্যান্সি ও এসটিডির কথা মাথায় রেখেও বিশেষজ্ঞরা যত বেশি সম্ভব অসুরক্ষিত যৌনমিলনেরই পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ, কনডম ছাড়া যৌন মিলনের পরামর্শ দিয়েছেন তারা।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন