ছবি: সংগৃহীত
নারী-পুরুষের অবসাদ কাটাতে সেক্সের গুরুত্বের কথা খুব একটা অজানা নয়। সুস্থ শরীর ও মনের জন্য সুস্থ যৌন সম্পর্ক যে জরুরি, সে কথা চিকিৎসকরা বলেই থাকেন। আর নারীর সুস্থতার আসল চাবিকাঠি যে লুকিয়ে রয়েছে বীর্যের মধ্যে, তা জানা গেল সাম্প্রতিক এক গবেষণায়।
আমেরিকার নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩০০ নারীকে নিয়ে একটি গবেষণা করেন। এসব নারীর যৌনজীবন ও মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে তুলনা করে দেখা হয়। দেখা যায়, তাদের মধ্যে যারা অসুরক্ষিত যৌন সম্পর্কে রয়েছেন, মানসিকভাবে তারা অনেক বেশি সুস্থ।
অসুরক্ষিত যৌন সম্পর্ক হচ্ছে, কনডম ছাড়া মিলন। কনডম ব্যবহার করলে পুরুষের বীর্য নারীর ভেতরে প্রবেশ করতে পারে না। তা কনডমে আটকে থাকে। কনডম ছাড়া সেক্স করলে বীর্য নারীর ভেতরে প্রবেশ করে তাকে প্রশান্তি দেয়।
গবেষণায় দেখা যায়, বীর্যের মধ্যে রয়েছে এমন কিছু রাসায়নিক, যা নারীর মুড ভালো রাখতে সাহায্য করে। অবসাদ কাটায় এবং ভালো ঘুম আনতেও সাহায্য করে।
গবেষকদের দাবি, বীর্যের মধ্যে থাকা রাসায়নিক মস্তিষ্কে সেরোটোনিন, মেলাটোনিন ও থাইরোট্রোপিন হরমোন ক্ষরণে সাহায্য করে। বীর্য খুব তাড়াতাড়ি রক্তে শোষিত হয় বলে নিমেষে নারীর মুড ভালো করতে পারে।
তাই প্রেগন্যান্সি ও এসটিডির কথা মাথায় রেখেও বিশেষজ্ঞরা যত বেশি সম্ভব অসুরক্ষিত যৌনমিলনেরই পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ, কনডম ছাড়া যৌন মিলনের পরামর্শ দিয়েছেন তারা।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন