বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকের যত্নে পুরুষের যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরুষের সংবেদনশীল ত্বকের যত্নে কিছু বিষয় এড়িয়ে চলতে হবে। সেসব  জেনে নেওয়া যাক-

১. কঠিন ক্লিনজার এবং সাবান

সালফেট, কৃত্রিম সুগন্ধি এবং অ্যালকোহলের মতো উপাদান দিয়ে তৈরি পণ্য ব্যবহারে সংবেদনশীল ত্বক বেশি জ্বালাপোড়ার ঝুঁকিতে থাকে। গবেষণায় দেখা গেছে যে, সালফেট ত্বকের বাধা ফাংশনকে ব্যাহত করে, জ্বালাপোড়ার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করে।

২. অতিরিক্ত এক্সফোলিয়েশন

অনেকবার এক্সফোলিয়েশন করা বা কঠোর স্ক্রাব ব্যবহার করার অভ্যাস ত্বককে দুর্বল করে দিতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞরা ঘষে তুলে ফেলা যায় এমন স্ক্রাবের পরিবর্তে ল্যাকটিক অ্যাসিডের মতো মৃদু রাসায়নিক এক্সফোলিয়েন্ট ব্যবহার করার পরামর্শ দেন, যা মাইক্রো-টিয়ার কারণ হতে পারে।

৩. অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য

ত্বকের যত্নে সুগন্ধি অ্যালার্জির প্রতিক্রিয়া এবং সংবেদনশীলতার একটি প্রধান কারণ। জার্নাল অব অ্যালার্জিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, সুগন্ধিযুক্ত পণ্য সংবেদনশীল ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। তাই এ ক্ষেত্রে পুরুষকে সুগন্ধি-মুক্ত পণ্য বেছে নিতে হবে। কারণ, এতেই তার ত্বক নিরাপদ থাকবে।

রবি.হক/এইচ.এস

পুরুষের ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন