শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

রমজানে রূপচর্চায় বেসনের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে প্রতিদিন বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরিতে বেসন ব্যবহৃত হয়ে থাকে। বেসন দিয়ে বেগুনি, আলুর চপ ও লাড্ডু; এমনকি পরোটাও বানানো যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, বেসন এখন রূপচর্চায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ঈদের আগে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বেসন।

যেভাবে ত্বকে বেসন ব্যবহার করবেন-

বেসনের সঙ্গে হালকা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেল চিটচিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে।

ত্বকের ছোট ছোট ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করতে বেসন সাহায্য করে। বেসন ব্যবহারের আগে হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুতে হবে। বেসনের পেস্ট নিয়ে মুখে ম্যাসাজ করে প্রায় ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করতে বেসনের সঙ্গে ৩ চা চামচ কাঁচা দুধ অথবা ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে ২-৩ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই গরমে ত্বকে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, তা হচ্ছে রোদে পোড়াভাব। এই সমস্যা সমাধানে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ টক দই নিয়ে রোদে পোড়া স্থানে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের পোড়াভাব অনেকটাই কেটে যাবে। এছাড়া, সুস্থ, উজ্জ্বল আর মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিগুলো। বেসনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করে ত্বককে করে মসৃণ।


রবি.হক/এইচ.এস

রূপচর্চায় বেসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন