শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদে, বদলে যেতে পারে নামও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন হিসেবে পরিচিত গণতান্ত্রিক ছাত্রসংসদের। ডাকসুর ২৮টি পদের একটিতেও তারা জিততে পারেনি। এমন পরাজয়ের পর গণতান্ত্রিক ছাত্রসংসদকে নাম পরিবর্তনসহ কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে এনসিপি।

গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ২৮টি পদের ২৩টিতে জিতেছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অন্য পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী (তাদের দুজনের প্রতি আবার শিবিরের সমর্থন ছিল) আর একটি সদস্যপদে জিতেছে বামপন্থীদের প্যানেল প্রতিরোধ পর্ষদ। গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল কোনো পদে জিততে পারেনি। এমনকি ভোটের হিসাবে তাদের ভিপি ও জিএস প্রার্থীর অবস্থান পঞ্চম।

ডাকসুর ফলাফলের পর গত শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভা হয়। সেখানে নেতাদের অনেকে ডাকসুতে গণতান্ত্রিক ছাত্রসংসদের শোচনীয় পরাজয় নিয়ে হতাশা প্রকাশ করেন। এমন পরাজয়ের পেছনে বিভিন্ন কারণও তুলে ধরেন অনেকে। তাদের বক্তব্যে গণতান্ত্রিক ছাত্রসংসদের অভ্যন্তরীণ কোন্দল ও  বিভাজনের বিষয়টি বেশি এসেছে। এ ছাড়া প্রার্থীদের অভিজ্ঞতার অভাব ও প্রচারের ক্ষেত্রে যথাযথ কৌশল না থাকার কথাও অনেকে উল্লেখ করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ হয়। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তি (সাবেক সমন্বয়কদের একাংশের পূর্বতন ছাত্রসংগঠন) ও অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা শিক্ষার্থীদের অনেকে এই সংগঠনে যোগ দিয়েছিলেন। ছাত্রশিবিরের নেতা–কর্মীরাও এই সংগঠনে ঢুকেছিলেন, এমন আলোচনা ক্যাম্পাসে আছে।

ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী ছিলেন জুলাই গণ–অভ্যুত্থানের সময় ৯ দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

আর জিএস প্রার্থী ছিলেন সম্মুখসারির আরেক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ডাকসু নির্বাচন করবেন বলেই তারা দুজন এনসিপিতে যোগ দেননি, এমন আলোচনা ক্যাম্পাসে রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক বছর ক্যাম্পাসে নানা ধরনের কার্যক্রমে যুক্ত থেকেছেন। তাদের প্যানেলের অন্য প্রার্থীদেরও অনেকেই ছিলেন ক্যাম্পাসের পরিচিত মুখ।

আবু বাকের মজুমদার বলেন, এনসিপির সঙ্গে তাদের আদর্শিক মিল আছে। কিন্তু এনসিপির লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হিসেবে তাদের আত্মপ্রকাশের সুযোগ নেই। তারা স্বতন্ত্র সংগঠন হিসেবেই থাকবেন।

ডাকসু নির্বাচনে ব্যর্থতা প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, ‘ডাকসু নির্বাচনে আমাদের ব্যর্থতার অন্যতম কারণ, কিছু মানুষ অন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের সংগঠনে এসেছেন। সব মিলিয়ে সংগঠনে পুনর্গঠন করা দরকার, এটা আমাদের নিজস্ব উপলব্ধি।’

এনসিপি সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক ছাত্রসংসদ যে এনসিপির ছাত্রসংগঠন, এত দিন তা দুই পক্ষ থেকেই অস্বীকার করা হয়েছে। কিন্তু ডাকসুর ফলাফলের পর এ বিষয়টি থেকে বের হয়ে আসার কথা ভাবছে এনসিপি। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলেরও ভূমিকা আছে। শিগগিরই কনভেনশন ডেকে সবার সঙ্গে পরামর্শ করে সংগঠনে সংস্কার আনতে এনসিপির পক্ষ থেকে গণতান্ত্রিক ছাত্রসংসদকে বলা হয়েছে।

আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকেই বলছেন, সংগঠনের নাম হিসেবে গণতান্ত্রিক ছাত্রসংসদ নামটি ভালো হয়নি। কনভেনশনে আলোচনা করে প্রয়োজনে নামটি পরিবর্তনসহ প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে, সে কথা তাদের এরই মধ্যে বলা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণতান্ত্রিক ছাত্রসংসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250