বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

যেভাবে ঘরোয়া উপায়ে মাছি তাড়াবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার

মাছি খুবই ছোট্ট একটি প্রাণী। এটি প্রায় সময় আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। আবার এটি বিভিন্ন রোগের বাহকও। কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগও ছড়ায় মাছি। বিশেষ করে, গরমকালে আম-কাঁঠালের সময় খাবারের আশপাশে ঘুরতে থাকে মাছি। সুযোগ পেলেই খাবারে বসে জীবাণু ছড়ায়। আবার মাছি তাড়াতে খাবারের ওপর স্প্রেও ব্যবহার করতে পারবেন না আপনি। তাহলে উপায় কি?

মাছি তাড়ানোর জন্য কেউ কেউ বাজারে কীটনাশক খোঁজেন। এসব পোকামাকড়ের ওষুধ মাছি তাড়ানোর জন্য কার্যকর হলেও মানব স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু আপনি চাইলে ঘরোয়া উপায়ে মাছি তাড়াতে পারেন। চলুন ঘরোয়া উপায়ে মাছি তাড়ানোর কিছু কার্যকরী টিপস জেনে নেওয়া যাক—

১. প্রাকৃতিক ফাঁদ

একটি কাঁচের বয়ামে অর্ধেকের কম আপেল সাইডার ভিনেগার দিয়ে তার ওপর একটি কাগজের তৈরি ফানেল বসিয়ে দিন। এরপর আপেল সিডার ভিনেগারের ঘ্রাণে মাছি একবার বয়ামে ঢুকতে পারলে, আর বের হতে পারবে না। ঘরের যেসব জায়গায় মাছির আনাগোনা বেশি, সেখানে আপনি বয়ামটি রেখে দিন।

 ২. আপেল, লেবু ও লবঙ্গের ব্যবহার

মাছি দূর করতে চাইলে আপেলের সঙ্গে কয়েক টুকরো লবঙ্গ ঘরের জানালা কিংবা রান্নাঘরের জানালায় রেখে দিন। মাছি লবঙ্গের ঝাঁজ সহ্য করতে পারে না। তাই ঘরে মাছি ঢুকলেও খুব দ্রুত বের হয়ে যাবে। আপনি চাইলে ভালো মানের কিছু লবঙ্গ থেতলে খাবার টেবিলে রাখুন। এ সময় মাছি খাবারের আশপাশেও আসবে না।

আপনি একইভাবে এখানে আপেলের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন। আপনি চাইলে মাছি তাড়ানোর জন্য কয়েক ফোঁটা লেবুর রস খাবার টেবিলে ফেলে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিয়ে দেখবেন টেবিলে আর মাছি বসছে না।

৩.  এসেনসিয়াল অয়েল

এসেনসিয়াল অয়েল শুধু ঘরকে সুরভিত রাখেই না, বরং ঘর থেকে মাছি তাড়াতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ল্যাভেন্ডার, নীলগিরি, সিট্রোনেলা আপনার ঘরে ও রান্নাঘরে স্প্রে করতে পারেন। এতে আপনার ঘরে মাছি ঢুকবে না।

৪. কমলা লেবুর খোসা

আমরা কমলা লেবু খাওয়ার পর সাধারণত খোসা ফেলে দিই। কিন্তু কমলা লেবুর খোসা মাছি তাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। আপনি খাবার টেবিলে শুকনো কমলা লেবুর খোসা রেখে দিলে মাছি এর আশপাশেও আসবে না।

৫. পুদিনা ও তুলসী পাতার স্প্রে

পুদিনা ও তুলসী পাতা পিষে পেস্ট করে পানিতে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে স্প্রে করুন। ঘরের যেসব জায়গায় মাছির উৎপাত বেশি, সেখানে এই পুদিনা ও তুলসী পাতার স্প্রে ব্যবহার করতে পারেন।

৬. ফিনাইলের ব্যবহার

মাছি তাড়ানোর অন্যতম একটি উপাদান হলো ফিনাইল ক্লিনার। আর ঘর মোছার সময় এক বালতি পানিতে সামান্য কিছু ফিনাইল মিশিয়ে সেই পানি দিয়ে ঘর মুছে ফেলুন। তাহলে দেখবেন, ঘরের মেঝেতে আর মাছি বসবে না।

জে.এস/

মাছি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন