ছবি: সংগৃহীত
প্রেমের গানে সিদ্ধহস্ত কুমার শানু। তার গান শুনে প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম। বাস্তব জীবনেও প্রেমিক মানুষ সঙ্গীতশিল্পী। তাই তো বারবার প্রেমে পড়েছেন তিনি।
সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রী থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেন ডিভোর্স।
এর আগে, কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে। তিনি বলেছিলেন, আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছেন। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি।
আরও পড়ুন: মালদ্বীপের নীল সাগরে রোজার সঙ্গে আদরে মাখামাখি তাহসানের
ছেলের পাশাপাশি কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কুমারের অনেক ‘গার্লফ্রেন্ড’ আছে এবং আপাতত, তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছেন।
মূলত এই মীনাক্ষীই কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা হয় তাদের। এরপর প্রেম।
প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।
এসি/কেবি