শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপের নীল সাগরে রোজার সঙ্গে আদরে মাখামাখি তাহসানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা তাহসান খান নতুন বছরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মার্কিন মুলুক নিবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। 

গত ৪ঠা জানুয়ারি বিয়ের সুখবর প্রকাশ্যে এনেছিলেন তাহসান। দু-দিন মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দুজনে, সেই খবর আগেই জানা গিয়েছিল। এবার সামনে এলো ছবি। 

মালদ্বীপের নীল জলে সাগর পাড়ে লাল রঙা গাউনে ধরা দিলেন তাহসানের স্ত্রী। নীল সাগর পাড়ে ঠিক যেন লালপরী রোজা। 

এদিন বরের সঙ্গে রং মিলান্তি রোজার। লাল শার্টে বউকে বাহুডোরে আগলে পোজ দিলেন তাহসান। সেই রোম্যান্টিক ছবিতে মন মজেছে অনুরাগীদের।  

আরও পড়ুন: অমিতাভকে নিয়ে কটাক্ষের গুঞ্জন : যা বললেন মুকেশ খান্না

হানিমুনের ছবি শেয়ার করে রোজা লেখেন, 'জীবনের বোনা পর্দায় আমাদের সুতো বরাবরের মতো জড়িয়ে আছে, একটা ভালোবাসা যা শক্তিশালী, যা প্রচণ্ডভাবে ঐশ্বরিক'।

এসি/ আইকেজে


তাহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250