বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

‘নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে রমজানে’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। দেশের মুদ্রাস্ফীতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। সেই ধারাবাহিকতায় রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে।’

শনিবার (৮ই ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে শফিকুল আলম এসব কথা বলেন। একটি বইয়ের প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন হয়।

গত মাসে দেশের মুদ্রাস্ফীতি ১ শতাংশ কমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই নাগাদ তা ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে। জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও এমন আভাস দিয়েছেন। মুদ্রাস্ফীতি ক্রমেই কমে আসবে। বিশেষ করে, পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। মুদ্রাস্ফীতি কমে আসার ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসছে।’

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তদন্ত রিপোর্টে আপনারা দেখবেন, কীভাবে জুলাই-আগস্টে গুম, খুন করেছেন শেখ হাসিনা। সেই রিপোর্ট দেখতে পাবেন।’

আওয়ামী লীগের ১৫ বছরে আড়াই লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংকগুলো থেকে সম্পূর্ণ টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু আমরা কোনো ব্যাংকের অবসায়ন হতে দেইনি। প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাচ্ছেন। আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেইনি।’

হা.শা./কেবি

নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন