সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার *** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব

সেনাপ্রধানকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি, সেনাবাহিনীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—এসব খবর সত্য নয় এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে।

আজ বুধবার (২১শে মে) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এমন ২৪টি ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করা হয়। প্রতিটি গুজবের স্ক্রিনশটসহ 'ফেক কার্ড' হিসেবে আলাদা করে তুলে ধরা হয়েছে।

এসব পোস্টের মাধ্যমে সেনাবাহিনী জনসাধারণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব ভুয়া তথ্যের উৎসের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশের কিছু ইউটিউব চ্যানেল ও অনলাইন গণমাধ্যম।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের একটি সংবাদমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করে, 'প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?' একইসঙ্গে, একটি ভিডিও শিরোনাম করা হয়েছে, 'ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?'

এ ছাড়া কলকাতা নিউজ নামের একটি ইউটিউব চ্যানেলেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, দেশ-বিদেশের একাধিক ইউটিউবারও নিজেদের চ্যানেলে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে নানা মনগড়া তথ্য ছড়িয়েছেন।

সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সাধারণ মানুষকে এসব গুজব থেকে দূরে থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে অনলাইন গুজবের এ স্রোতে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব যে কতটা জরুরি, সেনাবাহিনীর এ পদক্ষেপ সেটিই আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

এইচ.এস/

ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন