ফাইল ছবি (সংগৃহীত)
বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সোমবার (২রা ডিসেম্বর) ৭ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩০শে নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিউবো সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম থেকে জানা গেছে, সিলেটের ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশু উদ্যান, আবদুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন গণমাধ্যমকে বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন