ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দেওয়া প্রতিনিধি দলের নামের তালিকায় নেই পুতিনের নাম। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৫ই মে) এ শান্তি আলোচনা হতে যাচ্ছে।
এদিকে পুতিন শান্তি আলোচনায় না থাকলে তিনিও থাকবেন না, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গণমাধ্যমে জানানো হয়েছে, শান্তি আলোচনায় থাকছেন না ট্রাম্প।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন জাগছে। এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত। পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক সম্ভব করতে তিনি সবকিছু করবেন। তবে পুতিন উপস্থিত থাকলেই কেবল ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন তিনি।
আজ বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। খবর রয়টার্সের।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন