মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

সালমান খান ভক্তদের জন্য বড় সুখবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডে ঈদ মানেই যেন সালমান খান। বলা যায়, এই ভাইজানকে ছাড়া ঈদ যেন জমেই না। এমন সময় তার ছবি সিনেমা হলে আসবে না, তা হয় নাকি! অন্তত সালমানের ভক্তদের অপেক্ষা শুধু এই একটা দিন নিয়েই।

তবে গেলো ঈদে সালমানের কোনো ছবি না থাকাটা যন্ত্রণার ছিল ভক্তদের কাছে। তাই এসবের মাঝেই চলে এলো এক সুখবর। বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন ছবি ‘সিকান্দর’-এর প্রথম ঝলক নিয়ে আসছেন তার জন্মদিনে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ২৭শে ডিসেম্বর সালমানের ৫৯তম জন্মদিনে প্রকাশ পাবে সিনেমাটির টিজার। এটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটির মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ঈদে।

আরও পড়ুন: পুকুর পাড়ে মিষ্টি হাসিতে পূর্ণিমা

সূত্রের খবর, সালমান খানের জন্মদিনকে ঘিরে বিশেষ একটি টিজার তৈরি করা হয়েছে, যা বর্তমানে এডিটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতোই সালমানের রোমাঞ্চকর অ্যাকশন। এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের জন্মদিনে টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে ছবিটি কবে মুক্তি পাবে, তারও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

‘সিকান্দর’ ছবিটিকে ঘিরে বলিউডে ইতোমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। ছবিতে সালমান খানের নতুন লুক দেখার জন্য টিজারই যথেষ্ট। 

শোনা যাচ্ছে, সালমান খানের বিপরীতে এ ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ফলে আসল ধামাকা দেখা যাবে ছবি মুক্তিতে। নির্মাতাদের মতে, সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ভিজ্যুয়াল ট্রিট ছবি হতে চলেছে। 

এসি/কেবি


সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন