স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মঙ্গলবারের (৪ঠা মার্চ) সেমিফাইনালটিই হয়ে থাকল তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
ম্যাচ শেষেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ওয়ানডে ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা এখনো চালিয়ে যাবেন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
২০১০ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ১৭০টি ম্যাচ খেলেছেন স্মিথ, করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস।
পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ।
ওয়ানডেতে স্মিথের রান ৫৮০০, যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ১২তম। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে ৫ জনের, এর মধ্যে স্মিথের চেয়ে ভালো ব্যাটিং গড় শুধু ডেভিড ওয়ার্নারের।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন