বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

প্রেম শেষে কি বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পান পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে ঐন্দ্রিলার সলাজ চোখ ৷ হাতে শাঁখা-পলা, মোটা সোনার বালা ৷ লাল বেনারসির সঙ্গে ডিজাইনার ব্লাউজ ৷ কপালে টিকলি ৷ নাকে নোলক ৷ টুকটুকে কনের সাজে অভিনেত্রী ৷ অন্যদিকে ময়ুরপঙ্খী ধুতি ও ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অঙ্কুশ ৷ সোমবার সকালে মিষ্টি ভিডিও সামনে আসতেই চমকে গিয়েছেন অনুরাগীরা ৷

১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত এই তারকা জুটি। 

কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 

এরই মধ্যে বিয়ের সাজে দেখা মিলেছে দু’জনের। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেলো ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো শাড়ি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই হৈ চৈ সৃষ্টি। নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

আরও পড়ুন: ঠোঁটে মরিচ ঘষে মোটা করে আলোচনায় ইনফ্লুয়েন্সার

না, বিষয়টি তেমনটা নয়। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। 

এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দু’জন। 

এসি/কেবি

বিয়ের পিঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন