মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন আজ রাতে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

জ্বলে ওঠার অপেক্ষায় অলিম্পিকের মশাল। সীন নদীর তীরে ভালোবাসা আর প্রেমের শহর প্যারিসে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসর মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায়। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সব সময়ই বড় একটা আকর্ষণ হয়ে থাকে। এবার তা আরও বেশি, কারণ এই প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে। সম্প্রতি প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানের একটি ধারণাও দিয়েছে, তবে চমক হিসেবে অনেক কিছুই গোপন রাখা হয়েছে।

কোথায় হবে উদ্বোধনী অনুষ্ঠান

অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম। কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজকরা এবার সেটিকে রাজধানীর কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছেন। মূলত অলিম্পিকের মূল থিম ‘গেমস ওয়াইড ওপেন’কে সামনে রেখেই এই সিদ্ধান্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে সীন নদীতে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৬-৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সীন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন।

প্রায় ৫ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন। এরই মধ্যে ২ হাজার ৭০০ ইউরোর বেশি দামে বিক্রি হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। তবে সীনের তীর ও আশপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

এ মাসের শুরুতে আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগুয়ে এএফপিকে বলেন, সীন নদীতে একটি অনুষ্ঠান আয়োজন করা স্টেডিয়ামে আয়োজনের চেয়ে কঠিন। তবে এটি আরও বেশি আকর্ষণীয় হবে। মূলত অনুষ্ঠানস্থলের আকার ও প্যারেড আয়োজনের জটিলতার কারণে কাজটা কঠিন বলে জানিয়েছেন এস্তানগুয়ে। তা ছাড়া পূর্ণাঙ্গভাবে মহড়া দিতে না পারাও কাজটাকে জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরো পড়ুন : অলিম্পিক শুরুর আগে দুশ্চিন্তায় আয়োজকরা

কখন হবে

শুক্রবার (২৬শে জুলাই) প্যারিসের সময় সন্ধ্যা সাড়ে ৭টা (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। চার ঘণ্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনটি। সূর্যাস্তের সময় আর এই আয়োজনের শেষ অংশটা মিলে যাবে। আয়োজকদের জন্য সুখবর, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকেলে প্যারিসের আবহাওয়া থাকবে দারুণ।

দল পরিচিতির ক্রম কেমন হবে

ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। তাদের পর দেখা যাবে শরণার্থী অলিম্পিক দলকে। আর সবার শেষে পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে। অন্যদিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা এই আয়োজনে অংশ নেবেন ব্যক্তিগত পরিচয়ে। ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকার কারণে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশকে।

কেমন হবে বিনোদনমূলক আয়োজন

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনটি পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। ৪২ বছর বয়সী জলি সুপারহিট রক-অপেরা সংগীতের অনুষ্ঠান ‘স্টারম্যানিয়া’র পরিচালক হিসেবে সবচেয়ে বেশি বিখ্যাত। তার দলে ফরাসি টিভি সিরিজ ‘কল মাই এজেন্ট’ অনুষ্ঠানের লেখক ফ্যানি হেরেরোও আছেন। আরও আছেন জনপ্রিয় লেখক লেইলা স্লিমানি ও বিখ্যাত ইতিহাসবিদ প্যাটট্রিক বুচেরোনে।

এএফপি জানিয়েছে, পুরো অনুষ্ঠানটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পীরা সীনের দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন।

এস/ আই.কে.জে

প্যারিস অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন