বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম *** ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু *** ভারত–চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইইউকে চাপ ট্রাম্পের *** কাতারে ইসরায়েলি হামলা নিয়ে স্ববিরোধী বক্তব্য ট্রাম্পের *** পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার, জব্দ করল এনবিআর *** ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন *** আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবার ক্লাসে ফিরেছে জয় রবিদাস *** ডাকসুর ভিপি পদে তিন হলেই সর্বোচ্চ ভোট সাদিক কায়েমের *** বিবৃতি দিয়ে রাতে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী *** আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে: প্রধান রিটার্নিং কর্মকর্তা

বাণিজ্য চুক্তিভুক্ত দেশের জন্য শিল্প ও রাসায়নিক পণ্যে আরও শুল্ক ছাড় দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশ কিছু বাণিজ্যিক অংশীদারের জন্য শুল্ক ছাড়ের সুযোগ দেবে। এই ছাড় শিল্পজাত পণ্য যেমন নিকেল, সোনা এবং অন্যান্য ধাতু, সেই সঙ্গে ফার্মাসিউটিক্যাল যৌগ ও রাসায়নিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার (৭ই সেপ্টেম্বর) থেকেই এটি কার্যকর হতে পারে। ক্ষমতায় আসার পর থেকে গত সাত মাস ধরে ট্রাম্প বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে সাজাতে, আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে এবং বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে ছাড় আদায় করতে বিশাল শুল্ক বৃদ্ধি করেছেন।

তার এই সর্বশেষ আদেশ এমন ‘সমন্বিত অংশীদারদের’ জন্য ৪৫ টিরও বেশি ক্যাটাগরিতে শূন্য আমদানি শুল্কের সুযোগের ইঙ্গিত দিচ্ছে। এর আওতায় পাল্টা শুল্ক এবং জাতীয় নিরাপত্তা ধারা (সেকশন ২৩২) অনুযায়ী আরোপিত কর কমানোর জন্য একটি কাঠামোগত চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

গত শুক্রবার স্বাক্ষরিত আদেশটি বিদ্যমান কাঠামো চুক্তিগুলোর সঙ্গে আমেরিকার শুল্ক নীতির সমন্বয় ঘটাবে। জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের সঙ্গে করা চুক্তিও এর মধ্যে রয়েছে। শুল্ক ছাড় আজ স্থানীয় সময় সকাল ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই আদেশে ট্রাম্প বলেছেন, তার শুল্ক কমানোর ইচ্ছা নির্ভর করছে ‘বাণিজ্যিক অংশীদারের পারস্পরিক বাণিজ্য বিষয়ক চুক্তিতে আমেরিকার প্রতি তাদের প্রতিশ্রুতির সুযোগ ও অর্থনৈতিক মূল্যের’ ওপর এবং এই শুল্ক আমেরিকার জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

শুল্ক কমানো হয়েছে এমন পণ্যগুলোর মধ্যে রয়েছে সেসব সামগ্রী যা আমেরিকায় উৎপাদন করা যায় না, খনি থেকে উত্তোলন করা যায় না বা প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, অথবা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয় না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আদেশে কিছু কৃষিপণ্য, উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ এবং ফার্মাসিউটিক্যালসে ব্যবহৃত পেটেন্টযুক্ত নয় এমন সামগ্রীর জন্য নতুন করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন