ছবি: সংগৃহীত
রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ অনুষ্ঠানে অনুষ্ঠানটিতে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করায় অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। প্রবল বিতর্কের মুখে অনুষ্ঠানটি সরিয়ে নিতে বাধ্য হয় ওটিটি প্ল্যাটফর্ম। খবর বার্তা সংস্থা এনডিটিভির।
‘হাউস অ্যারেস্ট’ নামের রিয়েলিটি শোর সঞ্চালনা করেছেন অভিনেতা এজাজ খান। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে প্রতিযোগীদের সঙ্গে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যায় এজাজকে। সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়লে তিনি প্রবল বিতর্কের মুখে পড়েন।
এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে ভারতের লোকসভার সংসদ সদস্য নিশিকান্ত দুবে। এক্সে এক পোস্ট করে তিনি লিখেছেন, এটা চলতে পারে না, একটি সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে।
এদিকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। আগামী ৯ই মে ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী বিভু আগরওয়াল ও সঞ্চালক এজাজকে তলব করেছে ভারতের মহিলা কমিশন।
এ ছাড়া এক বিবৃতিতে এনসিডব্লিউ জানিয়েছে, এ ধরনের অশ্লীল বিষয়বস্তু নারীদের মর্যাদা লঙ্ঘন করে এবং অনলাইন বিনোদনের নামে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে।
আরএইচ/
খবরটি শেয়ার করুন