মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে নির্বিচারে পাখির মতো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ সোমবার (৭ই এপ্রিল) পালিত হয় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। ক্রীড়াবিদরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুশফিক-মাহমুদউল্লাহদের মন কাঁদছে গাজাবাসীদের জন্য।

রোববার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিলিস্তিনের মানুষদের পক্ষে একটি পোস্ট করেছিলেন। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বিকেলে গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেশবাসীকে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ। একটি ভিডিও বার্তায় আগামী শনিবার 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসসালামু আলাইকুম। আগামী ১২ই এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।’

এর আগে মাহমুদউল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন এবং বিজয়ী বানিয়ে দিন। আমিন। হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’

এইচ.এস/

মাহমুদউল্লাহ রিয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন