বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

জেলের পেট থেকে অস্ত্রোপচারে বেরিয়ে এলো জ্যান্ত মাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিলেটে এক রোগীর পেটে অস্ত্রোপচার করে বের করা হয়েছে ২৫ ইঞ্চি দীর্ঘ জ্যান্ত ইল (কুঁচিয়া) মাছ। 

মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে তার পেটে এই মাছটি প্রবেশ করেছিল। পরে তীব্র ব্যথা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার (২৪শে মার্চ) সমরা মুন্ডা নামের ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।

ওসমানী মেডিকেল সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সমরা মুন্ডা (৫৫) একজন রেজিস্ট্রার কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন।

গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের অধিবাসী সমরা মুন্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। তখন তিনি অনুভব করেন তার পায়ু পথে কী যেন ঢুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সেখান থেকে উঠে বাড়িতে আসার পর পেটে প্রচুর ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে আস্ত মাছ উদ্ধার করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের চিকিৎসকরা।

আরও পড়ুন: মহাসড়কে ছিনতায়ে জড়িত ২ কনস্টেবল রিমান্ডে

হাসপাতালের সার্জারি ইউনিট-২-এর প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২-এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

চিকিৎসকরা জানান, ওই রোগী তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে আসেন। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা।

এসকে/ 

জেলে জ্যান্ত মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন