শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

নায়িকাদের মতো গাঢ় লাল রঙে ঠোঁট রাঙানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাল ঠোঁটে নারী হয়ে ওঠে আবেদনময়ী। শাড়ি হোক বা হালকা কোনও আধুনিক পোশাকে সাবেক সাজ বা আধুনিক রূপসজ্জা—গাঢ় লাল রঙের ওষ্ঠরঞ্জনী যে কোনও সাজের সঙ্গেই মানানসই হতে পারে। নায়িকাদের মতো গাঢ় লাল রঙে ঠোঁট রাঙানোর ৫টি উপায় জেনে নিন-

১. শুষ্ক, ফাটা ও চামড়া উঠতে থাকা ঠোঁটের জন্য শুরুতেই দরকার এক্সফোলিয়েশন। যদি কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয়, ঠোঁট শুকিয়ে চাম়ড়া উঠছে, তাহলে প্রথমেই পেট্রোলিয়াম জেল, নারকেল তেল বা ঠোঁটের কোনও ক্রিম ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর খুব নরম দাঁত মাজা ব্রাশের সাহায্যে তা আলতো করে ঘষতে হবে। এতে ঠোঁটের শুষ্ক চামড়া ও মৃত কোষ উঠে যাবে।

২. কারও ঠোঁটে কালচে ভাব থাকে, কারও ঠোঁটে রঙের অসামঞ্জস্যও থাকে। যে কোনও রং সুন্দর করে ফুটিয়ে তুলতে হলে সেই খুঁত ঢাকা দরকার। এ কাজে সাহায্য করবে ফাউন্ডেশন। এ জন্য ঠোঁটের প্রাইমারও ব্যবহার করতে পারেন।

৩. ফাউন্ডেশন খুব ভালো করে ঠোঁটে মিলিয়ে নেওয়ার পর লিপ লাইনার দিয়ে ঠোঁট একে নিন। বেশি চওড়া ঠোঁট হলে লাইন টানতে পারেন একটু ভেতর দিয়ে, আবার সরু ঠোঁট হলে নিয়ম হবে ঠিক উল্টো। তবে গাঢ় নয়, বেছে নিতে পারেন হালকা বা ন্যুড রং।

৪. ক্রিমি ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট, লিকুইড গ্লস- এ রকম নানা ধরনের লিপস্টিক হয়। ঠোঁটের ধরন শুষ্ক হলে ক্রিমের মতো লিপস্টিক বা গ্লস জাতীয় লিপস্টিক বাছাই করতে পারেন। লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকার পর এটি ব্যবহার করতে হবে।

৫. অনেক ধরনের লিপস্টিকেই চা-কফি খাওয়ার সময় কাপে দাগ পড়ে যায়। এই সমস্যা এড়াতে লিপস্টিক ব্যবহারের পর ব্লটিং পেপার চেপে ধরে, অতিরিক্ত লিপস্টিক উঠিয়ে দিতে পারেন। 

রবি.হক/এইচ.এস

গাঢ় লাল ঠোঁট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন