মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

অবশেষে আর জি করের সাবেক অধ্যক্ষ গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন চিকিৎসক এবং আর জি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। 

টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার (২রা সেপ্টেম্বর) রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তবে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার হননি তিনি।

২০২২ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অতিরিক্ত সুপার আখতার আলি। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দেন সিবিআইকে। সিবিআই তদন্ত শুরু করলে গত ২৪শে আগস্ট আরেকটি এফআইআর দায়ের হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

টানা ১৫ দিন সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই। সল্টলেকে সিবিআইয়ের সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে নিয়মিত হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ। আগেও সিবিআইয়ের একটি দল তার বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে কিছু নথি উদ্ধার করে সিবিআই। পরে আর জি কর হসপিটাল থেকেও বেশকিছু জরুরি নথি বাজেয়াপ্ত করা হয়। একপর্যায়ে সন্দীপের বিরুদ্ধে বেশকিছু তথ্য-প্রমাণ সিবিআইয়ের হাতে আসার পর সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রাণে বাঁচলেন বিমানের দেড় শতাধিক যাত্রী

এদিকে, সন্দীপ ঘোষকে গ্রেফতারের পরেই প্রতিবাদী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ আর জি করে নারী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই সন্দীপের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। তাতে আন্দোলন আরও বিস্তৃত হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, সন্দীপ ঘোষের গ্রেফতার নিয়ে দলের কোনো প্রতিক্রিয়া থাকার কথা নয়। কারণ তিনি তৃণমূলের কোনো নেতা, সদস্য কিংবা কর্মী ছিলেন না।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার আর জি কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন