মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একটু হলেই গুরুতর সড়ক দুর্ঘটনার মুখে পড়তে বসেছিল তাকে বহনকারী গাড়ি। তবে চালক দ্রুত ব্রেক কষায় জোরে ঝাঁকুনি দিয়ে থেমে যায় গাড়িটি। এসময় আঘাত পান মুখ্যমন্ত্রী। কপাল ফেটে রক্ত বেরোয় তার। এর জন্য অবশ্য হাসপাতালে যাওয়া লাগেনি। 

পরে কপালে ব্যান্ডেজ লাগিয়েই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজেই জানান দুর্ঘটনার কথা।

জানা যায়, বুধবার (২৪শে জানুয়ারি) বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা শেষ করে গাড়িতে চড়ে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। তাকে বহনকারী গাড়িটি জিটি রোডে ওঠার মুখে আরেকটি গাড়ি দ্রুত তাদের সামনে চলে আসে। এসময় জোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। তবে হাসপাতালে না গিয়ে ওই অবস্থাতেই কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

দুর্ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, আজ মরেই যেতাম। মানুষের আশীর্বাদে বেঁচে গেছি।

তিনি বলেন, একটা গাড়ি হঠাৎ ঢুকে পড়েছিল। ভালোভাবে দেখতে পাইনি। গাড়িটা ২০০ কিলোমিটার বেগে যাচ্ছিল। আমাদের প্রায় ধাক্কাই মেরে দিয়েছিল। আমার গাড়ির চালক বুদ্ধিমানের কাজ করেছে। দ্রুত ব্রেক কষেছে। না হলে মরেই যেতাম। মাথায় আঘাত লেগেছে। রক্ত পড়েছে। এখনো ফুলে আছে। এই নিয়েই কাজ করে যাচ্ছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ড্যাশবোর্ড মাথায় লেগেছে। আমার গাড়ির কাচ খোলা ছিল। কাচ বন্ধ থাকলে ভেঙে চুরমার হয়ে যেতো।

আরও পড়ুন: এক মাস যুদ্ধবিরতির পথে এগোচ্ছে ইসরায়েল-হামাস

তবে হাসপাতালে যাচ্ছেন না মমতা। তিনি বলেন, মাথা টনটন করছে। ওষুধ খেয়েছি। এবার বাড়ি যাবো।

এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, এটি পুলিশ তদন্ত করে দেখুক। এর আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।

গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে সভা শেষ করে হেলিকপ্টারে চড়ে কলকাতায় ফিরছিলেন মমতা ব্যানার্জী। সেই সময় খারাপ আবহাওয়ার জন্য তার হেলিকপ্টারটি জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়।

কপ্টার নামার সময় পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। হাঁটুতে আঘাত লেগে পায়ের লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয় তার। এরপর বাড়িতে থেকেই বেশ কিছুদিন চিকিৎসা চলে মমতার। 

সূত্র: আনন্দবাজার

এসকে/ 

পশ্চিমবঙ্গ দুর্ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন