প্রতীকী ছবি
শিশির ভেজা স্বপ্ন
রুম্মান সায়েম
মন খারাপের সন্ধ্যায়
ফুলগুলোও নিশ্চুপ থাকে।
প্রশ্নহীন জীবনে, হাজার প্রশ্নের জন্ম
উত্তর সে তো ধ্রুবতারা,
ছায়াপথ, নীহারিকাপুঞ্জ, সপ্তর্ষিমণ্ডল
সে বড্ড অনন্য!
সেসব যায় না দেখা
চোখে থাকে কেবল
ঝাপসা স্নিগ্ধ আলোর আভা।
ফুলগুলো বড্ড ব্যাকুল
শিশির ভেজা স্বপ্ন,
ভোরের সূর্যটা সব কিছুর সাক্ষী।
মনের আড়ালে, ভাবনাহীন দিনগুলো
ছিল কেমন তা আজও
আলোড়ন তোলে।
চল হাঁটিঁ…
পাশাপাশি বেঞ্চ করে ভাগাভাগি
স্কুলের দিনগুলো,
বেপরোয়া স্মৃতিচারণ, আবেগি খেয়ালি মন,
লাশ কাটা এই শহরে
চেনা ছবির স্বপ্নের লাশ।